Tuesday, October 4, 2022
spot_imgspot_img

কমোডে বসে মোবাইলে গেম খেলার সময় পশ্চাতদেশে সাপের দংশন

তরুণদের মধ্যে মোবাইলে গেম খেলার আসক্তি নতুন কিছু নয়। মােবাইলে গেম খেলার প্রতি আসক্তি দিন দিন বেড়েই চলেছে। সেই আসক্তি মেটাতে তারা শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রেও মােবাইলে গেম খেলেন। অনেক মানুষ তো টয়লেটে বসেও মোবাইলে গেম খেলায় আসক্ত। সম্প্রতি এ ঘটেছে এক অদ্ভুত ঘটনা। মালয়েশিয়ায় ২৮ বছর বয়সী এক ব্যক্তি টয়লেটে বসে মোবাইলে গেম খেলার সময় তার পশ্চাতদেশে সাপ দংশন করেছে।

খবরটি জানিয়েছে ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি. তারা তাদের প্রতিবেদন এ বলেছেন, মালয়েশিয়ার এক নাগরিক সাবরি তাজালি টয়লেটে বসে ফোনে ভিডিওগেম খেলছিলেন। মূলত তিনি গেম খেলাতেই মারাত্মকভাবে মগ্ন হয়ে ছিলেন। এজন্য আশেপাশের কোনো কিছু তিনি আর লক্ষ্য করেননি। এতেই ঘটে যায় এক দুর্ঘটনা, সেই মুহুর্তে কমোডের মধ্যে থাকা সাপ ওই ব্যক্তির পশ্চাৎদেশে দংশন করে দেয়। তবে চলতি বছরের মার্চে ঘটনাটি ঘটলেও, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় সাবরি তাজালি নামে ওই মালয়েশিয়ান যুবক এই ঘটনার জানান দেয়।

এদিকে আরেকটি জনপ্রিয় সংবাদ মাদ্ধম নিউজ ওইকের প্রতিবেদনে জানানো হয়, প্রায়ই প্রতিদিনই টয়লেট ব্যবহার করার সময় মোবাইলে গেম খেলেন তিনি। রোজকার মত সেদিনও টয়লেটে বসে গেম তিনি। ঠিক সেই মুহুর্তেই সাপটি তার পশ্চাতদেশে কামড়ে নিয়ে তার নিতম্বে আটকে যায়। সাথে সাথে আতঙ্কিত অবস্থায় সাপটিকে টেনে নিয়ে টয়লেট থেকে বেরিয়ে যান তিনি। এরপর প্রাণী উদ্ধারকর্মীরা এসে সাপটিকে টয়লেট থেকে উদ্ধার করে নিয়ে যান।
তিনি আরও বলেন, “দুই সপ্তাহ পর আমি ক্ষতস্থানটি পরীক্ষা করে দেখি সাপের অর্ধেক দাঁত তখনও আমার নিতম্বে রয়ে গেছে। সম্ভবত আমি সাপটিকে জোরে আঘাত দিয়েছিলাম বলে এটি ভেঙে গেছে।”

নিজের টুইটার অ্যাকাউন্টে এ অভিজ্ঞতা শেয়ার করেছেন সাবরি তাজালি। ঘটনাটিকে তার দুর্ভাগ্য বলে আখ্যা দেয় তিনি। তবে, সাবরি তাজালির ভাগ্য ভালো যে, সাপটি বিষধর ছিল না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমাদের ফলো করুন

2,258FansLike
1,069FollowersFollow
1,569FollowersFollow
- Advertisement -spot_img

আরোও পড়ুন